মুলাদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের মুলাদীতে নিবন্ধিত জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উপকরণ সহায়তা হিসেবে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় চত্বরে ৪৮ জেলে পরিবারকে এই সহায়তা বিতরণ করা হয়। একই সময়ে উপজেলার ২০টি জেলে পরিবারকে বিকল্প আয়বর্ধনমূলক উপকরণ সহায়তা হিসেবে ঘর, খাবার ও ঔষধসহ দুটি করে ছাগল দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. তারিকুল হাসান খান মিঠু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল হাওলাদারসহ মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, ২০২৩-২০২৪ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উপকরণ সহায়তা হিসেবে তালিকাভুক্ত ৪৮ জেলেকে বকনা বাছুর দেওয়া হয়েছে। একই অর্থবছরে দেশিয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী ২০জন জেলেকে বিকল্প আয়বর্ধন উপকরণ সহায়তা হিসেবে ২টি করে ছাগল, ১টি ছাগল রাখার ঘর এবং খাদ্য ও ঔষধ দেওয়া হয়েছে।
Posted ২:৪৫ অপরাহ্ণ | সোমবার, ০৮ এপ্রিল ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta