মুলাদী (বরিশাল) প্রতিনিধি:
মুলাদীতে পৌর আওয়ামী লীগের আয়োজনে বরিশাল জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহান আরা আব্দুল্লাহর স্মরণসভা, কোরআনখানি ও দোয়া মোনাজাত করা হয়েছে। আজ সোমবার বিকেল ৪টায় মুলাদী পৌরসভার তেরচর কদমিয়া হাফিজিয়া মাদ্রাসায় এই কর্মসূচি করা হয়। এতে সভাপতিত্ব করেন, মুলাদী পৌর আওয়ামী লীগের সভাপতি জিয়াউল আহসান খান শিপু। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সুমন রাড়ীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, কেন্দ্রিয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. জহির উদ্দীন খসরু, মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দীন আহমেদ মোশারেফ রাড়ী, উপজেলা আওয়ামী লীগের সদস্য আলী আকবর মুন্সী, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন খান, রফিকুল ইসলাম বাচ্চু হাওলাদার, বাটামারা ইউনিয়ন চেয়ারম্যান সালাহ উদ্দীন অশ্রু, পৌর কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শিহাব উদ্দীন রাড়ী, কাজিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মনিরুজ্জামান মনির, মুলাদী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম নান্নু রাড়ী, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মাস্টার জিয়া উদ্দীন মনির, উপজেলা যুবলীগের সভাপতি রফিক উজ্জামান রাসেল, সাধারণ সম্পাদক হাজী মিঠু হাওলাদার, মুক্তিযোদ্ধা প্রজন্ম অলিউল্লাহ খান মিমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহমেদ জুয়েল, সাধারণ সম্পাদক কাজী মুরাদ হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট তানভীর আহমেদ রাড়ী, জাবেদ রাড়ী, অনিক রাড়ীসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে মুলাদী পূর্ববাজার বায়তুল জান্নাত জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আব্দুন নূরের পরিচালনায় বিশেষ দোয়া মোনাজাত এবং ইফতার বিতরণ করা হয়।
Posted ২:৩৯ অপরাহ্ণ | সোমবার, ০৮ এপ্রিল ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta