নিজস্ব প্রতিনিধি: রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার এলাকায় নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের স্টিল ফ্রেম ভেঙে চাপা পড়ে মতিউর রহমান ওরফে মতি (৫০) নামের একজন হকার নিহত হয়েছেন। (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে মগবাজার দিলু রোড এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন।
তিনি বলেন, নিহত মতিউর রহমান পেশায় একজন হকার। প্রতিদিনের মতোই মালামাল নিয়ে মগবাজারের দিলু রোড এলাকা দিয়ে যাওয়ার পথে এলিভেটেড এক্সপ্রেসওয়ের স্টিলের ফ্রেম তার মাথায় পড়লে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত মতিউরের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানায়। তিনি পরিবার নিয়ে হাতিরঝিলের মধুবাগ এলাকায় থাকতেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে মতিউরের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে পুলিশ।
Posted ১২:২১ অপরাহ্ণ | বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta