নিজস্ব প্রতিনিধি: রাজধানীর দক্ষিণ বাড্ডায় এক হাজার শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুর ১২টায় বাড্ডা জাগরণী সংসদ প্রাঙ্গণে দরিদ্রদের হাতে এসব কম্বল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ওয়াকিল উদ্দিন।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. গিয়াস উদ্দিনের সৌজন্যে এক হাজার অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেয় ক্রীড়া বিষয়ক সামাজিক সংগঠন বাড্ডা জাগরণী সংসদ। মেরুল বিশ্বরোড থেকে শুরু করে বাড্ডা লিংক রোড, হাতিরঝিল, পুলিশ প্লাজা পর্যন্ত বিস্তৃত এলাকার গরিব-অসহায় মানুষ শীতবস্ত্র পেয়ে উৎসাহ প্রকাশ করেন। তারা এ জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
শীতবস্ত্র বিতরণের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুম গনি তাপস, বাড্ডা থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবর রহমান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য হাবিবুর রহমান সাচ্চা, বাড্ডা থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জাগরণী সংসদের সদস্য সচিব আবদুল্লাহ আল কামাল লালা, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম সাগর, নিউ বাড্ডা থিয়েটারের সভাপতি ওয়াকিল বাবু প্রমুখ।
Posted ৩:০০ অপরাহ্ণ | শনিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta