আজ, শনিবার


২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইজতেমা নিরাপত্তায় থাকবে জিএমপির ৬ হাজার পুলিশ সদস্য

বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৪
ইজতেমা নিরাপত্তায় থাকবে জিএমপির ৬ হাজার পুলিশ সদস্য
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব ইজতেমার নিরাপত্তায় র‍্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ৬ হাজার পুলিশ সদস্য কাজ করবেন বলে জানিয়েছেন পুলিশ কমিশনার মাহাবুব আলম।

তিনি বলেন, আজ থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ নিরাপত্তার দায়িত্বে মাঠে নেমেছে। পুরো ইজতেমার মাঠে ৬ হাজার পুলিশ সদস্য কাজ করবেন। পাশাপাশি ইজতেমা এলাকায় ট্রাফিক জোরদার করা হয়েছে। এছাড়াও উন্নত প্রযুক্তির ক্যামেরা ব্যবহার করে বিভিন্ন যানবাহনের গতিবিধি মনিটরিং করা হচ্ছে।

অপরদিকে র‍্যাবের একাধিক ইউনিট ইজতেমা ময়দানে কাজ করছে। বিভিন্ন বিভাগের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ আজ থেকে পুরো ইজতেমা এলাকা নিরাপত্তার বেষ্টনীর মধ্যে রাখা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (২ ফেব্রুয়ারি) বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। পরে ৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। তিনদিন বিরতির পর পরবর্তী ইজতেমা ৮ ফেব্রুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৪৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com