নিজস্ব প্রতিনিধি: জরায়ুমুখ ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে গোলটেবিল বৈঠকের আয়োজন করে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার কর্তৃপক্ষ। বৈঠকে বক্তারা জানান, বাংলাদেশের নারীদের ক্যান্সারের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে জরায়ুমুখ ক্যান্সার। সম্প্রতি ঘণ্টাব্যাপী গোলটেবিল বৈঠকটিতে উপস্থিত ছিলেন ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের গাইনি অনকোলজি প্যানেলের সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ডা. সাবেরা খাতুন, অধ্যাপক ডা. সাহানা পারভীন এবং অধ্যাপক ডা. জান্নাতুল ফেরদৌস, অনকোলজি প্যানেলের অধ্যাপক ডা. পারভীন আক্তার বানু, অধ্যাপক ডা. মো. এহতেশামুল হক, বিগ্রে. জেনা. (অব.) অধ্যাপক ডা. মো. ইউছুফ আলী। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন গাইনি ক্যান্সার বিশেষজ্ঞ ডা. সিলভিয়া হোসেন (মিথুন)।
Posted ৪:০৮ পূর্বাহ্ণ | শনিবার, ২৭ জানুয়ারি ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta