নিজস্ব প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে গতকাল বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় জিপ । সড়ক দুর্ঘটনায় চার জেলায় সাতজনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে টাঙ্গাইলে চারজন, জামালপুর, গাইবান্ধা ও লালমনিরহাটে একজন করে নিহত হয়েছেন। এছাড়া গাজীপুরে যাত্রীবাহী বাস উল্টে এবং বরিশালে বাসের ধাক্কায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে-
টাঙ্গাইল: জেলার ঘাটাইলে লেগুনার ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। গতকাল বিকালে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের শহর গোপিনপুর পেচুয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার দেওপাড়া গ্রামের সোহরাব আলীর ছেলে অটোরিকশাচালক আবু তালেব (৪৬) ও সরিষাআটা গ্রামের মোস্তফা মিয়া (৪০)।
অন্যদিকে জামালপুরের মাদারগঞ্জ থেকে রাজীব পরিবহনের একটি বাস ধনবাড়ী উপজেলার কয়াপাড়া পেট্রলপাম্পের কাছে যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই ভ্যানচালক আব্দুল খালেক ও যাত্রী খন্দকার আখেরুজ্জামান ফরহাদ মারা যান। আব্দুল খালেকের বাড়ি উপজেলার মঠবাড়ী এলাকায়। আর ফরহাদের বাড়ি কবিরাজবাড়ী এলাকায়।
জামালপুর: জেলার বকশীগঞ্জে বাসের ধাক্কায় মনির মিয়া (৪০) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গী মাহবুব আলী (২৬) গুরুতর আহত হন। গতকাল সকাল ১০টার দিকে বকশীগঞ্জ-রৌমারী মহাসড়কের ড্রাম ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনির মিয়া কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কালারচর গ্রামের তছের উদ্দিনের ছেলে।
গাইবান্ধা: সুন্দরগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে সাফিনাজ রোকসানা (৪৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার রামজীবন ইউনিয়নের পশ্চিম রামজীবন খংগুয়ার ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাফিনাজ রোকসানা রামজীবন ইউনিয়নের বাজারপাড়া গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী।
লালমনিরহাট: আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি বাজারে ট্রলির ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৭২) এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল বিকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মহাসড়ক পার হওয়ার সময় একটি ট্রলির ধাক্কায় গুরুতর আহত হন ওই বৃদ্ধা। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে জিসান-আরিয়ান পরিবহনের একটি বাস কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রাকিবুল আহসানের সরকারি জিপকে ধাক্কা দেয়। এতে উপজেলা চেয়ারম্যানসহ ১০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর: মহানগরের কড্ডা এলাকায় যাত্রীবাহী বাস উল্টে ১৫ যাত্রী আহত হয়েছেন। গতকাল সকাল সোয়া ৯টায় যাত্রীবাহী আল্লাহ ভরসা পরিবহন উল্টে এ দুর্ঘটনা ঘটে।
Posted ৩:১০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta