আজ, মঙ্গলবার


৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সহযোগিতার আহ্বান

বুধবার, ২৪ জানুয়ারি ২০২৪
বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সহযোগিতার আহ্বান
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিনিধি: বাজারে পণ্যের প্রাপ্যতা নিশ্চিতকরণ এবং সাপ্লাই চেইন ব্যবস্থা সুসংহত বা স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

গতকাল সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে নিজ দপ্তরে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আশরাফ আহমেদের নেতৃত্বে পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ সহযোগিতা চান।এ সময় তিনি বলেন, ‘দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত উৎপাদন থাকা সত্ত্বেও সাপ্লাই চেইন ব্যবস্থার অব্যবস্থাপনার কারণে বাজারে পণ্য সরবরাহ স্বাভাবিক হচ্ছে না। এমন পরিস্থিতিতে পণ্যের প্রাপ্যতা নিশ্চিতকরণ এবং সাপ্লাই চেইন ব্যবস্থা সুসংহতকরণে ব্যবসায়ী সমাজের সহযোগিতা প্রয়োজন।’

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘হস্তশিল্পকে চলতি বছরের জন্য বর্ষপণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা হস্তশিল্পের পাশাপাশি অপ্রচলিত পণ্যের প্রসারের লক্ষ্যে একটি গ্রাম একটি পণ্য উদ্যোগ গ্রহণ করা হবে। যার মাধ্যমে স্থানীয় পর্যায়ে উৎপাদিত এ ধরনের পণ্যের জাতীয় ও আন্তর্জাতিক বাজারে প্রবেশে সুযোগ সৃষ্টি হবে।’

পণ্য আমদানিতে এলসি জটিলতার বিষয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের উদ্যোক্তারা এলসি খুলছে, তবে বিষয়টি মূলত নির্ভর করে ব্যাংক ও আমদানিকারকের মধ্যকার পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ওপর।’

ঢাকা চেম্বারের সভাপতি আশরাফ আহমেদ বলেন, ‘আন্তর্জাতিক বাজারে পণ্য রফতানি সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশের এরই মধ্যে ভুটান, ডি৮ এবং আপটার সঙ্গে তিনটি অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) এবং সাফটা ও সার্ক অ্যাগ্রিমেন্ট অন ট্রেড ইন সার্ভিসেস (এসএটিআইএস) দুটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) রয়েছে। এছাড়া আরো ১২টি দেশের সঙ্গে পিটিএ ও এফটিএ স্বাক্ষরের লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই প্রক্রিয়াধীন।’ এগুলো দ্রুততম সময়ের মধ্যে সম্পন্নের লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box
advertisement

Posted ২:৩৪ অপরাহ্ণ | বুধবার, ২৪ জানুয়ারি ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com