নিজস্ব প্রতিনিধি: পায়রা বন্দর ও মাতারবাড়ী সমুদ্রবন্দর নিয়ে ভারতের আগ্রহ আছে বলে জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘পায়রা বন্দর ও মাতারবাড়ী সমুদ্রবন্দর নিয়ে ভারতের আগ্রহ আছে। সেগুলো নিয়ে আলোচনা করেছি। আমরা বলেছি, পায়রায় যে অর্থনৈতিক অঞ্চল আছে, সেখানে ভারতীয় বিনিয়োগকারীদের বিনিয়োগের সুযোগ রয়েছে। তারা ভারতীয় বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলবেন এবং পায়রা বন্দর পরিদর্শনে আগ্রহ প্রকাশ করেছেন।’ গতকাল সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
Posted ৩:৪১ পূর্বাহ্ণ | বুধবার, ২৪ জানুয়ারি ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta