আজ, শুক্রবার


৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

মুক্তাগাছায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, মা-মেয়েসহ নিহত ৩

সোমবার, ২২ জানুয়ারি ২০২৪
মুক্তাগাছায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, মা-মেয়েসহ নিহত ৩
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

সোমবার (২২ জানুয়ারি) বেলা ২ টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের ভারকীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার বিনোদবাড়ি মানপুর গ্রামের মাওলানা নজরুল ইসলামের স্ত্রী হাসিনা খাতুন (৩৫) ও তার মেয়ে আদিবা (৩), দাওগাঁও ইউনিয়নের প্রয়াত ওর্সিনি চন্দ্র দাসের ছেলো পল্লী চিকিৎসক মৃনাল চন্দ্র দাস (৪২)।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। মুক্তাগাছা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুশান্ত কুমার দে বলেন, ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের চেরুমণ্ডল এলাকায় ভারকীর মোড়ে একটি কালভার্ট তৈরির কাজ চলছে। যে কারণে রাস্তার এক পাশ দিয়ে গাড়ি চলাচল করছিল। অটোরিকশাটি মুক্তাগাছার দিকে আসার জন্য কাজ চলা রাস্তার একপাশে ওঠার সময় টাঙ্গাইলগামী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে মা-মেয়েসহ তিন জনের মৃত্যু হয়। আহত হয় আরও দু’জন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় এবং মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ বলেন, অটোরিকশাকে চাপা দিয়ে ট্রাকটি উল্টে যায়। মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকচালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ১১:০২ পূর্বাহ্ণ | সোমবার, ২২ জানুয়ারি ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com