ঢাকাবুধবার , ২৪ জুন ২০২০
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জের নদীভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি মির্জা আজম

দৈনিক গণবার্তা
জুন ২৪, ২০২০ ১১:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

জামালপুর প্রতিনিধি ॥ জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার নদীভাঙ্গন কবলিত এলাকা চরপাকেরদহ ইউনিয়ন পরির্দশন করলেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। তিনি ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিস, তেঘরিয়া বাজার ও ১ নং চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামীলীগ অফিস পরিদর্শন শেষে স্থানীয় নেতৃবৃন্দদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন। এরপর তিনি পাকরুল হিদাগাড়ী ও মানিকদাইড় এলাকার যমুনায় নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন ক্ষতিগ্রস্থদের খোঁজ খবর নেন
এ সময় মাদারগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ওবায়দুর রহমান বেলাল। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম। মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির। জামালপুর জেলা আওয়ামীলীগের সদস্য ও ১ নং চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামীলীগের সমন্ময়কারী অধ্যক্ষ আলহাজ্ব মোঃ গোলাম রব্বানী।
১ নং চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুল ইসলাম। মাদারগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য সমাজ সেবক বদরুল আলম সরদার। ১ নং চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মঞ্জুরুল করিম ও সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল সোহাগ। ইউনিয়ন পরিষদের সচিব রেজওয়ান পারভেজ সেমীসহ ইউপি সদস্যবৃন্দসহ জেলা,উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইউপি সদস্য মতিউর রহমান (মতি মোল্লা) মৃত্যুর খবরে ছুটে যান বাড়ীতে জনগণের সেবক মির্জা আজম এমপি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান ও খোঁজ খবর নেন।

সূত্র : বিডি পালবিক ডটকম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।