স্টাফ রিপোর্টার: বুধবার (৬ আগস্ট) বাহিনীর সদর দপ্তরে আয়োজিত পদোন্নতির অনুষ্ঠানে । ছবি: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১৫ জন কর্মকর্তাকে উপপরিচালক পদে পদোন্নতি দেয়া হয়েছে। তাদের র্যাংক ব্যাজ পরিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। আজ বুধবার (৬ আগস্ট) বাহিনীর সদর দপ্তরে এই আয়োজন অনুষ্ঠিত হয়।পদোন্নতি পাওয়া কর্মকর্তারা আগে সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। গত ৪ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের পদোন্নতির অনুমোদন দেয়া হয়। এর পরিপ্রেক্ষিতেই আনুষ্ঠানিকভাবে ব্যাজ পরানো হয় ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।অনুষ্ঠানে মহাপরিচালক তাদের শুভেচ্ছা জানিয়ে বলেন, পদোন্নতি গৌরবের হলেও এর সঙ্গে দায়িত্বও বাড়ে। তাই সবাই যেন বাহিনীর শৃঙ্খলা, গতি ও স্বচ্ছতা বজায় রাখেন। এ সময় তিনি সবাইকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহবান জানান।পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পক্ষ থেকে মো. জয়নাল আবেদীন বক্তব্য দেন। তিনি বলেন, এই পদোন্নতি তাদের জন্য যেমন সম্মান, তেমনি দায়িত্ববোধেরও। ভবিষ্যতে আরো নিষ্ঠার সঙ্গে কাজ করার আশা প্রকাশ করেন তিনি।পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন— মো. জয়নাল আবেদীন, এস.এম. শরিফুল ইসলাম, মো. রেজাউল ইসলাম, মো. আব্দুল আলীম, মো. কামরুল ইসলাম, মোহাম্মদ কামরুল ইসলাম, মুহাম্মদ এমরানুল হক, এস.এম. রায়হান হেলাল, উজ্জ্বল ব্যানার্জী, মো. সিদ্দিকুর রহমান খান, মো. আজহারুল হুদা, মো. রায়হান উদ্দীন ফকির, এস.এম. আকতারুজ্জামান, মো. রকিব উদ্দিন এবং মো. জসীম উদ্দিন। অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, উপমহাপরিচালকসহ বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।
Posted ৭:৫৮ অপরাহ্ণ | বুধবার, ০৬ আগস্ট ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta