গণবার্তা রিপোর্টার : এম সাখাওয়াত হোসেন বলেন, ভালো মালিকরা এখনো দেশে আছেন। তারা শ্রমিকদের দেখভাল করছেন, ভালো ব্যবসা করছেন। যে কারণে সাত থেকে আট শতাংশ রফতানি বেড়েছে।শিল্পপ্রতিষ্ঠানের আড়ালে কিছু লোক টাকা-পয়সা এদিক-ওদিক করছেন বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, কিছু লোক ব্যাংক থেকে ঋণ নিয়ে দেশ থেকে টাকা পাচার করেছে। তারা শ্রমিকদের বেতন দিতে পারছে না, এমনকি দেশ ছেড়ে পালিয়ে গেছে। এ কারণেই কিছু কারখানা বন্ধ হয়েছে, যার দায় সরকার নেবে না।
শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ১১টায় রাজশাহী নগরীর তেরখাদিয়া এলাকায় জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তাবিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটে শ্রম অধিদফতরের কর্মকর্তা, কর্মচারী এবং ট্রেড ইউনিয়ন নেতাদের সঙ্গে মতবিনিময় সভা ও চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।এম সাখাওয়াত হোসেন বলেন, ভালো মালিকরা এখনো দেশে আছেন। তারা শ্রমিকদের দেখভাল করছেন, ভালো ব্যবসা করছেন। যে কারণে সাত থেকে আট শতাংশ রফতানি বেড়েছে।
শ্রমিকদের আন্দোলন সম্পর্কে তিনি বলেন, শ্রমিকরা আন্দোলন করতেই পারে। কেউ চাইলে তার দাবি নিয়ে রাস্তায় নামতেই পারে।
এর আগে একই ভবনে একটি গবেষণা কনফারেন্সের উদ্বোধন করেন শ্রম উপদেষ্টা। সেখানে তিনি বলেন, চা বাগানে শৌচাগার না থাকা খুবই অমানবিক। সেখানকার নারী কর্মীদের ক্যান্সার হচ্ছে। সেখানে খাবার পানিও পাওয়া যায় না।
Posted ৪:১৮ অপরাহ্ণ | শনিবার, ০২ আগস্ট ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta