গণবার্তা রিপোর্টার : সভায় অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের কল্যাণার্থে ৬ দফা দাব ঘোষণা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ল্যান্স কর্পোরাল সারওয়ার আলম।
অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী ও মেজর সিনহা হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে মিরপুর বাফেট লাউঞ্জে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) এম সারওয়ার হোসেন। মেজর (অব.) হারুনুর রশিদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সংগঠনের প্রতিষ্ঠাতা সার্জেন্ট (অব.) তাইজাল হক তাজুল শুভেচ্ছা বক্তব্য রাখেন।
এ সময় অবসরপ্রাপ্ত লে. কর্নেল রবিউল ইসলাম, মেজর ফারুক, মেজর মাহমুদ, মেজর একলাস, লেফটেন্যান্ট সালাউদ্দিন, সৈনিক আনোয়ার হোসেন, সার্জেন্ট মনিরুজ্জামান শেখ, কর্পোরাল জুবায়ের, সার্জেন্ট আবু সুফিয়ান প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা মেজর সিনহা, সার্জেন্ট আজিম হত্যাসহ দেশের সব অবসরপ্রাপ্ত সেনা নির্যাতন, জখম, গুম ও হত্যাকান্ডের বিচার বিশেষ ট্রাইবুনালে স্বল্প সময়ে সম্পন্ন করার দাবি জানান।
সভার শুরুতে মেজর সিনহা হত্যাকান্ড দিবস উপলক্ষে সবাই দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন।সভায় অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের কল্যাণার্থে ৬ দফা দাব ঘোষণা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ল্যান্স কর্পোরাল সারওয়ার আলম।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও সংগঠনে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের ক্রেস্ট প্রদান করা হয়।আলোচনা সভা শেষে কেক কাটা ও মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Posted ৪:০৪ অপরাহ্ণ | শনিবার, ০২ আগস্ট ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta