গণবার্তা রিপোর্টার : বাংলাদেশের চা বাগান মালিকদের প্রতিষ্ঠান বাংলাদেশীয় চা সংসদ (বিসিএস) ও বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের (বিটিএ) সঙ্গে বাংলাদেশ চা শিল্পের কর্মচারীদের সিবিএ বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের মধ্যে একটি চুক্তি হয়েছে।
বাংলাদেশের চা বাগান মালিকদের প্রতিষ্ঠান বাংলাদেশীয় চা সংসদ (বিসিএস) ও বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের (বিটিএ) সঙ্গে বাংলাদেশ চা শিল্পের কর্মচারীদের সিবিএ বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের মধ্যে একটি চুক্তি হয়েছে। বেতনভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধিসংক্রান্ত এ চুক্তি অনুযায়ী ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মূল বেতন বাড়বে ৫ শতাংশ হারে। পাশাপাশি অন্যান্য আর্থিক সুবিধাও বৃদ্ধি পাবে।
ঢাকাস্থ বিটিএ অফিসে ২৯ জুলাই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিটিএ চেয়ারম্যান কামরান টি রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান সালেক আহমেদ আবুল মাশরুর, বিটিএ লেবার সাব-কমিটির কনভেনার তাহসিন আহমেদ চৌধুরী, বিটিএর কমিটি সদস্য এম ওয়াহিদুল হক, মো. মোস্তাফিজুর রহমান, বিটিএ লেবার সাব-কমিটির সদস্য মো. সেলিম রেজা, শামীম হুদা, মো. জাকির হোসেন, সাজাত সারোয়ার, বিটিএ মহাসচিব ড. কাজী মোজাফর আহাম্মদ, বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জাকারিয়া আহমেদ, সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান।
Posted ১১:০৪ পূর্বাহ্ণ | বুধবার, ৩০ জুলাই ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta