আজ, Wednesday


২৩শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

রাতে ঢাকায় এসে পৌঁছাবে সিঙ্গাপুরের চিকিৎসক দল

বুধবার, ২৩ জুলাই ২০২৫
রাতে ঢাকায় এসে পৌঁছাবে সিঙ্গাপুরের চিকিৎসক দল
সংবাদটি শেয়ার করুন....
গণবার্তা রিপোর্টার : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে আহতদের উন্নত চিকিৎসা দেওয়ার লক্ষ্যে রাতে ঢাকায় এসে পৌঁছাবে সিঙ্গাপুরের একটি চিকিৎসক দল।

মঙ্গলবার (২২ জুলাই) রাত ১০টা ৪০ মিনিটে তাদের ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার মাইলস্টোন স্কুলের আহতদের উন্নত চিকিৎসার জন্য পর্যাপ্ত সব প্রস্তুতির নির্দেশ দিয়েছে। এরই অংশ হিসেবে আমরা সিঙ্গাপুরের চিকিৎসকদের সাথে যোগাযোগ করেছি। তাদের প্রথম চিকিৎসক দল আজ রাতে ঢাকায় এসে পৌঁছাবে। সিঙ্গাপুরের চিকিৎসক দল বিভিন্ন হাসপাতালে আহতদের পর্যবেক্ষণ করবেন। তারপরে তারা সিদ্ধান্ত দেবেন যে কতজনের উন্নত চিকিৎসার প্রয়োজন হতে পারে।

তিনি আরও বলেন, সিঙ্গাপুরের চিকিৎসকদের পরামর্শ ক্রমে যে কয়জনকে দরকার হয় সবাইকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করবে সরকার।

স্বাস্থ্য অধিদপ্তরের এই মহাপরিচালক বলেন, গতকাল দুপুরে দুর্ঘটনার পরপরই প্রধান উপদেষ্টার দপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে স্বাস্থ্য অধিদপ্তরের ডাক্তারদের সমন্বয়ে মেডিকেল টিম গঠন করা হয়েছে। মেডিকেল টিমের সদস্যরা প্রতিটি হাসপাতালে আহতদের খোঁজখবর নিচ্ছেন এবং তাদের উন্নত চিকিৎসার জন্য তৎপর রয়েছেন।

তিনি বলেন, যে কোনো মূল্যে আহতদের উন্নত চিকিৎসার জন্য সরকারের ওপর মহলের নির্দেশনা রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সেই নির্দেশনা মতে সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে। তিনি আরও বলেন, আহতদের চিকিৎসার ক্ষেত্রে কোনো ডাক্তার নার্স কিংবা সংশ্লিষ্ট কারো কোনো ধরনের অবহেলা অথবা শৈথিল্য মেনে নেওয়া হবে না।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৪৮ পূর্বাহ্ণ | বুধবার, ২৩ জুলাই ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com