
মোহাম্মদ ইলিয়াস হোসেন, বাউফল প্রতিনিধি:
সারা দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মিথ্যাচার বক্তোব্য ও ষড়যন্ত্রকারীদের হুশিয়ার করতে পটুয়াখালীর বাউফলে বিএনপি’র দুই গ্রুপের পৃথক বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা করেন বিকেল পাঁচ টায় বিএনপি সহ দপ্তর সম্পাদক মুনির হোসেন গ্রুপ এর উপজেলা আহবায়ক মো: জব্বার মৃধা ও সদস্য সচিব আপেল মাহামুদ ফিরোজ এর নেতৃত্যে বিক্ষোভ মিছিলটি দালাল মার্কেট থেকে শুরু করে গোলাবাড়ি হয়ে উপজেলা গেট হয়ে বাউফল পাবলিক মাঠের মুক্তমঞ্চে শেষ হয়। অপরদিকে বিএনপির সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের সমর্থকরা বাউফল পৌর শহরের এমপির ব্রিজ থেকে গোলাবাড়ি হয়ে বিভিন্ন সড়কে বিক্ষোভ করেন। বিএনপি’র দুই গ্রুপে একই শ্লোগানের মুখরিত করেন দিল্লি গেছে স্বৈরাচার পিন্ডি যাবে রাজাকার স্বৈরাচার আর রাজাকার মিলেমিশে একাকার। আমার সোনার বাংলায় রাজাকারের ঠাঁই নাই। মুনাফিকের ঠাই নাই আমার সোনার বাংলায়।