আজ, Sunday


৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

জামায়াত ও ইশরাক ইস্যু: আদালতের রায়ের কপির অপেক্ষায় ইসি

রবিবার, ০১ জুন ২০২৫
জামায়াত ও ইশরাক ইস্যু: আদালতের রায়ের কপির অপেক্ষায় ইসি
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার:

জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক পুনর্বহাল এবং বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ গ্রহণসংক্রান্ত বিষয়ে আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পর পরবর্তী করণীয় ঠিক করবে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান ইসি সচিব মো. আখতার হামিদ।

তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক বিষয়ে এখনো আদালতের কোনো কপি হাতে পাইনি। আদালতের পর্যবেক্ষণ পাওয়ার পর এ বিষয়ে আইনগতভাবে যা প্রযোজ্য, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আদালতের রায়ের কপি পাওয়ার পর কমিশন বসবে এবং সিদ্ধান্ত নেবে। তাদের (জামায়াত) যেটা আইনগত অধিকার, সেটাই তারা পাবে। কাগজপত্র হাতে না পাওয়া পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রাতিষ্ঠানিক বক্তব্য দেওয়া যাবে না।”

একযুগ আগে হাইকোর্ট রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করেছিল। সেই রায় বাতিল করে রোববার আপিল বিভাগ নতুন রায় দেয়।

এ ছাড়া বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথগ্রহণ সংক্রান্ত বিষয়ে কোনো নির্দেশনা পাওয়া গেছে কি না—এমন প্রশ্নে ইসি সচিব বলেন, “ইশরাকের বিষয়েও আমরা এখনো আদালতের কোনো নির্দেশনা পাইনি। যদি কোনো নির্দেশনা বা পর্যবেক্ষণ আসে, তাহলে কমিশন তা পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”

তিনি আরও বলেন, “আইনগতভাবে বিষয়টি কোন দিকে গড়াবে, তা নির্বাচন কমিশন রায়ের কপি পাওয়ার পর সিদ্ধান্ত নেবে।”

Facebook Comments Box
advertisement

Posted ১১:৩৮ পূর্বাহ্ণ | রবিবার, ০১ জুন ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com