ঢাকামঙ্গলবার , ২৩ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রাণীশংকৈলে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পুর্তি উদযাপনের প্রস্তুতিসভা

Link Copied!

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ হলরুমে মঙ্গলবার ২৩ মে সকাল ১১টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ” জুলিও কুরি” শান্তি পদকপ্রাপ্তির ৫০ বছর পুর্তি উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে সভায় উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, ওসি গুলফামুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ উপস্থিত ছিলেন।

এছাড়াও সভায় বিভিন্ন কর্মকর্তা, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, মহিলা লীগ নেত্রী অধ্যাপক নাসরিন আকতারসহ রাজনৈতিক নেতা, প্রেসক্লাব (পুরাতন) সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সাবেক সম্পাদক সফিকুল ইসলাম শিল্পি, প্রেসক্লাব সভাপতি মোবারক আলীসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় ইউএনও আগামি ২৮ মে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ‘‘জুলিও কুরি’’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পুর্তি উদযাপনে র‌্যালি, আলোচনা ও সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের সিদ্ধান্ত জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।