ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে খুলনা জেলার রূপসা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দৈনিক ভোরের ডাকের খুলনা প্রতিনিধি এস এম মাহবুবুর রহমান সভাপতি, দৈনিক রাজপথের দাবীর রূপসা প্রতিনিধি তৌহিদুল ইসলাম কচি কোষাধ্যক্ষ ও দৈনিক জন্মভূমির রূপসা প্রতিনিধি খান আঃ জব্বার শিবলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। গত ২০ মে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত অন্যান্যরা হলেন সহ-সভাপতি আব্দুল কাদের (আজকের সংবাদ), সহ-সাধারণ সম্পাদক এম এ আজিম (দৈনিক প্রবাহ), সাংগঠনিক সম্পাদক এমডি ওয়ালিদ (দৈনিক স্পন্দন), প্রচার ও দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম (বিজনেস পোষ্ট), নির্বাহী সদস্য কৃষ্ণ গোপাল সেন (সময়ের খবর), সাইফুল ইসলাম বাবলু (সময়ের খবর) ও তরুণ চক্রবর্তী বিষ্ণু (আজকের তথ্য)। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ক্লাবের উপদেষ্টা এ্যাড. সুজিত অধিকারী, সদস্য হিসেবে ছিলেন ক্লাবের উপদেষ্টা সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন, শামসুজ্জামান শাহীন। নির্বাচন পরিচালনা কমিটির সচিবের দায়িত্ব পালন করেন নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আনিসুর রহমান।নির্বাচন পরিদর্শন ও ফলাফল ঘোষণাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা, রূপসা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন, বটিয়াঘাটা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, রূপসা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম আব্দুল হালিম খান, নৈহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলাম পলাশ, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুর রহমান বাবলু, সাহারা সুপার স্টোরের নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম সুমন, দৈনিক খুলনার নির্বাহী সম্পাদক মোঃ শাহ আলম, সাংবাদিক নুরুজ্জামান, নুর হাসান জনি, আশরাফুল ইসলাম নূর, রাসেল আহমেদ, দৈনিক জন্মভূমির সুমন দে, আওয়ামীলীগ নেতা আব্দুল গফুর খান, এমডি রকিব উদ্দীন, আক্তার ফারুক, কর্ণপুর যুব সংঘের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আশরাফ আলী রাজ, প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন শ্রাবন, মাহবুব-উল আলম, যুবলীগ নেতা আবু আহাদ হাফিজ বাবু, ব্যবসায়ী শরিফুল ইসলাম ও নাজমুল ইসলাম।