আজ, Thursday


২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

বান্দরবানের লামা উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ২৬০ কেজি মাছের পোনা অবমুক্ত

বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
বান্দরবানের লামা উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ২৬০ কেজি মাছের পোনা অবমুক্ত
সংবাদটি শেয়ার করুন....

মো. ইউছুপ মজুমদার : পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলায় অদ্য ২৮আগষ্ট রোজ বৃহস্প্রতি বার উন্মুক্ত জলাসয়ে ২৬০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। উক্ত জলাশয় মধ্যে সরকারি, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে রয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) লামা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের তত্ত্বাবধানে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানিক ভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মারুফ, উপজেলার মোট ৪৪টি জলাশয়ে মাছ পোনা গুলো অবমুক্ত করা হয়েছে। এর মধ্যে মসজিদ, মন্দিরসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের পুকুরও রয়েছে। মৎস্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে স্থানীয় ভাবে আমিষের যোগান বৃদ্ধি এবং স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মাছ উৎপাদনের মাধ্যমে আর্থিক সচ্ছলতা বৃদ্ধি।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈন উদ্দিন এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মামুনূর রহমান।

এছাড়াও লামা থানার অফিসার ইনচার্জ তোফাজ্জল হোসেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিরা সাংবাদিক ও মৎস্য চাষে সম্পৃক্ত অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৬:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com