মো. ইউছুপ মজুমদার : বান্দরবানের লামায় ০৫’আগস্ট “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫” উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের আয়োজন করেছেন লামা উপজেলা প্রশাসন। গত মঙ্গলবার ৫ আগস্ট ২০২৫ সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
লামা উপজেলা নির্বাহী অফিসার মো.মঈন উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো.মোস্তাফিজুর রহমান, বিএনপি নেতা ও সাবেক মেয়র আমির হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির কাজী মোঃ ইব্রাহীম, লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, আইসিটি কর্মকর্তা সুব্রত দাশ’সহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, ছাত্র প্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা ও দোয়া মাহফিলের সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রতিবাদের এক ঐতিহাসিক অধ্যায়। এই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কারণেই আজ আমরা ন্যায় ও অধিকার নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছে। এ-ছাড়া, লামায় শুভ উদ্বোধন হলো “রক্ত ঋণ” ওয়েবসাইট পোর্টালের।
এ পোর্টলের শুভ উদ্বোধন করেন লামা উপজেলা নির্বহী অফিসার মোঃ মঈন উদ্দিন। যারা রক্ত দিতে চান বা রক্ত পেতে চান তারা এখানে যুক্ত হতে পারেন। এক ক্লিকে পেয়ে যাবেন রক্ত দেওয়া ও নেওয়ার সকল তথ্য। জুলাই গণঅভ্যুত্থান কে স্মরণ করে এই কার্যক্রম শুরু হয়। বিকালবেলায় অলোচনা সভা ও বিজয় র্যালির আয়োজন করে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন।
Posted ৯:৩৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta