
মোঃ মনোয়ারুল হক : সেনবাগের ২ নং কেশারপাড় ইউনিয়নে অবস্থিত আঠিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলমের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা সোমবার দুপুরে বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার পারভেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন আহমেদ এবং আলী আজগর। এ সময় সাবেক ও বর্তমান পরিচালনা কমিটির সদস্যবৃন্দ,পাশ্ববর্তী প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকবৃন্দ, সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অত্যান্ত সুন্দর,প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে বিদায়ী প্রধান শিক্ষক খোরশেদ আলমকে ফুলেল শুভেচছা ও উপহার সামগ্রী সহকারে মাইক্রোবাস যোগে উনার বাড়িতে পৌঁছে দিয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়েছে।