ঢাকাবৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মুন্সিগঞ্জে পপুলার লাইফের সোয়া ৩ কোটি টাকার বীমা দাবি পরিশোধ

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

গণবার্তা রিপোর্ট : মুন্সিগঞ্জ জেলার গ্রাহকদের বীমা দাবির ৩ কোটি ২৫ লাখ টাকার চেক হস্তান্তর করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এ উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক নওশের আলী নাঈম ।

অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন সিনিয়র ডিএমডি মো. হাবিবুর রহমান, ডিএমডি মো. খলিলুর রহমান সিকদার, এসইডি মো. শফিকুল ইসলাম মাসুম, ইডি মো. জাহাঙ্গীর হোসেন, সাজ্জাদ মাহমুদ কিশোর ও মো. মোখলেছুর রহমান।

অনুষ্ঠারে সভাপতিত্ব করেন মহা-ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ। প্রকল্প পরিচালক, প্রকল্প ইনচার্জ, কোম্পানির অন্যান্য কর্মকর্তা এবং গ্রাহকরা উপস্থিত ছিলেন বীমা দাবি পরিশোধ ও আলোচনা অনুষ্ঠানে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।