আজ, Sunday


১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

খোলা বাজার থেকে সার্ভিস ড্রপ তার না কেনার আহ্বান

সোমবার, ০৫ মে ২০২৫
খোলা বাজার থেকে সার্ভিস ড্রপ তার না কেনার আহ্বান
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার :

গ্রাহকদের পল্লী বিদ্যুতের সংযোগের জন্য মিটার, সার্ভিস ড্রপ তার বিনামূল্যে পল্লী বিদ্যুৎ সমিতি থেকে দেওয়া হয়। তবে বর্তমানে পল্লী বিদ্যুৎ সমিতিতে যথেষ্ট পরিমাণে সার্ভিস ড্রপ মজুত আছে বলে জানিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। ফলে খোলা বাজার থেকে সার্ভিস ড্রপ তার না কিনতে গ্রাহকদের অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

রোববার (৪ মে) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এ তথ্য জানিয়েছে।

বোর্ড জানায়, পল্লী বিদ্যুৎ সমিতির স্টোরে সার্ভিস ড্রপের (ডি-১১) মজুত না থাকলে গ্রাহক সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে গ্রাহক কর্তৃক নিজস্ব অর্থায়নে পরবর্তী নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত খোলা বাজার থেকে নির্ধারিত স্পেসিফিকেশনের স্বনামধন্য ক্যাবল প্রস্তুতকারী প্রতিষ্ঠান থেকে সার্ভিস ড্রপ ক্রয়ের মাধ্যমে গ্রাহক সংযোগ প্রদানের নির্দেশনা দেওয়া হয়। এক্ষেত্রে সার্ভিস ড্রপের মূল্য প্রাথমিকভাবে গ্রাহক বহন করবে এবং পরবর্তীতে তা গ্রাহকের মাসিক বিলের সঙ্গে সমন্বয় করার নির্দেশনা থাকলেও অনেকক্ষেত্রেই তা প্রতিপালিত হচ্ছে না।

পল্লী বিদ্যুতের আবাসিক সংযোগের ক্ষেত্রে এক পোল, শিল্প সংযোগের জন্য দুই পোল ও ৮০ কিলোওয়াট লোড পর্যন্ত ট্রান্সফরমার বিনামূল্যে সরবরাহ করে পল্লী বিদ্যুৎ সমিতি।

প্রাকৃতিক ও কারিগরি ত্রুটিতে মিটার এবং সার্ভিস ড্রপ তার নষ্ট হলে পল্লী বিদ্যুৎ সমিতি থেকে তা বিনামূল্যে প্রতিস্থাপন করে দেওয়া হয়। সার্ভিস ড্রপ তার পল্লী বিদ্যুৎ সমিতিতে মজুত না থাকলে নির্ধারিত মানের তার গ্রাহক নিজে কিনে নেবেন।

পল্লী বিদ্যুতায়ন বোর্ড জানায়, বর্তমানে কেন্দ্রীয় পণ্যাগারসমূহের পবিস স্টোরে সার্ভিস ড্রপ (ডি-১১) পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে এবং চলতি মাসের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সার্ভিস ড্রপ কেন্দ্রীয় পণ্যাগারসমূহে গ্রহণ করা হবে। গ্রাহক সংযোগের নিমিত্তে পবিসসমূহ কর্তৃক পিডিবিতে চাহিদা প্রদান করে কেন্দ্রীয় পণ্যাগারসমূহ থেকে সার্ভিস ড্রপ সংগ্রহ করার জন্য বলা হয়েছে। পাশাপাশি সার্কুলার জারির তারিখ থেকে গ্রাহকের মাধ্যমে খোলা বাজার থেকে সার্ভিস ড্রপ ক্রয় না করার জন্য অনুরোধ করে প্রতিষ্ঠানটি।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৪০ পূর্বাহ্ণ | সোমবার, ০৫ মে ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com