নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কাকরাইলে ভিক্টর ক্লাসিক পরিবহনের বেপরোয়া গতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে (আইল্যান্ড) ধাক্কা খেয়েছে। এতে দুজন আহত হয়েছেন।
এদের মধ্যে এক রিকশাচালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
(১৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে কর্ণফুলী গার্ডেন সিটি সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। কেউ কেউ বলছেন, গাড়িটির ব্রেক ফেল করেছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, গুলিস্তানগামী ভিক্টর ক্লাসিকের বাসটি মগবাজার-মৌচাক ফ্লাইওভার থেকে দ্রুতগতিতে নাম ছিল। তখন গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারান।
সোলেমান নামে এক অটোরিকশাচালক বলেন, মৌচাক ফ্লাইওভার থেকে এত বেপরোয়া গতিতে গাড়িটি নামছিল যে তখন আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে শান্তিনগর বাজার পার হয়ে সড়কের মাঝের আইল্যান্ডের সঙ্গে বাসটি ধাক্কা খায়। তখন ইঞ্জিন বন্ধ হয়ে গাড়িটি থেমে যায়। তার আগে একটি রিকশাসহ দুই-একটি যানবাহনে গাড়িটির ধাক্কা লাগে। এই ঘটনায় দুজন আহত হয়েছেন।
রাত ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, থেমে থাকা বাসটি ঘিরে উৎসুক জনতার ভিড়। বাসটির সামনে একটি রিকশা দুমড়ে-মুছড়ে পড়ে আছে। রিকশাচালক আহত হওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নসিরুল আমীন বাংলানিউজকে জানান, গুলিস্তানগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়েছে। বাসটি একটি রিকশাকে দুমড়ে-মুচড়ে দেয়। রিকশার চালক আহত হয়েছেন, তিনি হাসপাতালে চিকিৎসাধীন। যাত্রীবাহী বাসটি ব্রেক ফেল করেছে বলেও শুনেছি।
Posted ৪:২৩ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ মার্চ ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta