আজ, বুধবার


১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটকে হারিয়ে প্লে-অফের সম্ভাবনা বাড়ালো রাজশাহী

মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫
সিলেটকে হারিয়ে প্লে-অফের সম্ভাবনা বাড়ালো রাজশাহী
সংবাদটি শেয়ার করুন....

স্পোর্টস ডেস্ক : সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে প্লে-অফের সম্ভাবনা আরেকটু বাড়িয়েছে দুর্বার রাজশাহী। আগেই বাদ পড়া সিলেটকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৫ উইকেটে হারিয়েছে তাসকিন আহমেদের দল। সোমবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ১১৭ রান করে সিলেট। জবাবে ৫ উইকেট আর ১৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে রাজশাহী। প্লে-অফে যাওয়ার পথে নিজেদের সম্ভব্য সব কাজই করেছে রাজশাহী। ১২ ম্যাচে ১২ পয়েন্ট (রানরেট -১.০৩০) নিয়ে টেবিলের তিনে উঠেছে তারা। রাজশাহীর আর কোনো ম্যাচ বাকি নেই। আবার প্লে-অফও এখনো নিশ্চিত নয়। যে কারণে শেষ চারে খেলতে তাসকিনদের তাকিয়ে থাকতে হবে তিন ম্যাচ হাতে থাকা চিটাগং কিংস ও দুই ম্যাচ হাতে থাকা খুলনা টাইগার্সের দিকে।

রাজশাহীকে প্রার্থনা করতে হবে খুলনা যেন যেকোনো এক ম্যাচে হেরে যায়। যদি খুলনা দুই ম্যাচের দুটিতেই জিতে, সেক্ষেত্রে তিন ম্যাচেই সবগুলোতেই হারতে হবে চিটাগংকে। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চারে চিটাগং (রানরেট ১.০৪৫)। পাঁচে থাকা খুলনার পয়েন্ট ১০ ম্যাচে ৮, রানরেট -১.১৭৫।

সিলেটের ১১৭ রানের জবাবে শুরুতে হারের শঙ্কায় পড়ে রাজশাহী। ২২ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে তাসকিনের দল। এরপর পঞ্চম উইকেটে ৬৩ বলে ৭৫ রানের জুটি করেন রায়ান বার্ল ও আকবর আলী। এই জুটিতেই মূলত পথ খুঁজে পায় রাজশাহী। ৩৮ বলে ৪৩ রান করে আউট হন আকবর আলী। ৩৪ বলে ৪৮ রানের হার না মানা ইনিংস খেলে দল জিতিয়ে মাঠ ছাড়েন বার্ল। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামে সিলেট। শুরু থেকেই ধীরগতিতে ব্যাট করতে থাকে তারা। উদ্বোধনী জুটিতে ১৯ বলে ১৭ রান তোলেন সামিউল্লাহ সিনওয়ারি ও আরিফুল। ৯ বলে ৭ রান করে আউট হন আারিফুল।

চতুর্থ উইকেটে ৩৯ বলে ৩৯ রানের জুটি করেন জাকির হাসান ও জাকের আলী। নবম উইকেটে ২০ বলে ৩৬ রানের জুটি করেন আহসান ভাটি ও সুমন খান। এই জুটিতে একশ পার করে সিলেট। সিলেটের ইনিংসের সর্বোচ্চ স্কোর আহসান ভাটির। ২১ বলে ২৫ রান করেন তিনি। জাকির হাসান করেন ২৪ বলে ২৫ রান। সুমন খান অপরাজিত থাকেন ১১ বলে ২০ রানে। বল হাতে রাজশাহীর হয়ে ১৫ রানে ৪ উইকেট শিকার করেন এসএম মেহেরব। ৩ উইকেট নেন মৃত্যুঞ্জয় চৌধুরী। সিলেটের হয়ে ২টি করে উইকেট পান তানজিম হাসান সাকিব ও জন রাস জাগেসার।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৫৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com