ক্রীড়া প্রতিবেদক :
প্রথম ওয়ানডেতে নিশ্চিত জেতা ম্যাচ হেরে গেছে বাংলাদেশ। আজ শনিবার সিরিজ বাঁচানোর লড়াই বাংলাদেশের। ১-১ সমতায় ফিরতে এই ম্যাচে জিততেই হবে নাজমুল হোসেন শান্ত দলের।
শারজায় গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতেছে বাংলাদেশ। ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
এর আগে প্রথম ওয়ানডেতে ৯২ রানে হেরেছিল বাংলাদেশ। আফগানদের দেওয়া ২৩৬ রানের লক্ষ্য তাড়ায় এক পর্যায়ে শান্তদের রান ছিল ২ উইকেটে ১২০ রান। এরপর আফগান স্পিনার গজনফারের ঘূর্ণিতে খেই হারিয়ে ৩৪.৩ ওভারে মাত্র ১৪৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। শেষ দিকে মাত্র ২৩ রানে ৮ উইকেট হারায় লাল-সবুজ জার্সিধারীরা।
Posted ১০:১৫ পূর্বাহ্ণ | শনিবার, ০৯ নভেম্বর ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta