মুলাদী (বরিশাল) প্রতিনিধি: মুলাদীতে মোটরসাইকেলের ধাক্কায় শান্তনা বেগম শান্তি নামের এক নারী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গাছুয়া মিয়ারহাট এলাকায় এই ঘটনা ঘটে। শান্তনা বেগম শান্তি মিয়ারহাট এলাকার আছমত আলী বেপারীর মেয়ে। স্বামী মারা যাওয়ার পর তিনি পিতার বাড়িতে থাকতেন।
আহত নারীর বোনের ছেলে আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তার খালা মিয়ারহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাটি পৌছলে মুলাদী থেকে মৃধারহাটগামী দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাইমুম মাহমুদ মিশাদ জানান, দুর্ঘটনায় শান্তনা বেগম শান্তির হাটু ভেঙে গেছে। তিনি মাথা ও কোমরে প্রচণ্ড আঘাত পেয়েছেন। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল পাঠানো হয়েছে।