আজ, Wednesday


২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

শপথ নিলেন চসিক মেয়র শাহাদাত হোসেন

রবিবার, ০৩ নভেম্বর ২০২৪
শপথ নিলেন চসিক মেয়র শাহাদাত হোসেন
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র হিসেবে শপথ নিলেন ডা. শাহাদাত হোসেন। (৩ নভেম্বর) সকালে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে তিনি মেয়র হিসেবে শপথ নিয়েছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ তাকে শপথ পড়িয়েছেন।

শপথ গ্রহণের পর তিনি চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, ‘চট্টগ্রামের জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা। এই সংকট নিরসন করে চট্টগ্রামকে পরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলা হবে। এছাড়াও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে চট্টগ্রামে পর্যটক খাতের উন্নয়ন করার কথা জানিয়েছেন বিএনপির সাবেক এই নেতা এর আগে শপথ নিতে বিশাল বহর নিয়ে ঢাকায় আসেন ডা. শাহাদাত।

শপথগ্রহণ অনুষ্ঠানে দলের শীর্ষ নেতা, মেয়রের আত্মীয়-স্বজনসহ ২৭ জন অতিথি যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন ডা. শাহাদাত হোসেনের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী। তিনি বলেন, জানিয়েছে বলেন, ‘শপথগ্রহণ শেষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতে যাবেন চসিক মেয়র। এতে চট্টগ্রাম থেকে যাওয়া নেতাকর্মীরা অংশ নেবেন। ঢাকা থেকে ফেরার পর ৫ নভেম্বর তিনি মেয়রের দায়িত্ব নেবেন।

গত ১ অক্টোবর ডা. শাহাদাত হোসেনকে চসিক মেয়র হিসেবে ঘোষণা দেয় চট্টগ্রামের নির্বাচনী ট্রাইব্যুনাল। ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে এ রায় দেওয়া হয় এরপর গত ৮ অক্টোবর রাতে ডা. শাহাদাত হোসেনকে চসিক মেয়র ঘোষণা দিয়েছে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশনের (ইসি) প্রশাসন শাখা।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৫৮ পূর্বাহ্ণ | রবিবার, ০৩ নভেম্বর ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com