আজ, বুধবার


৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের ভাতা প্রদানের চিন্তা করা হচ্ছে: উপদেষ্টা নাহিদ

বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
অবসরপ্রাপ্ত সাংবাদিকদের ভাতা প্রদানের চিন্তা করা হচ্ছে: উপদেষ্টা নাহিদ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : অবসরপ্রাপ্ত সাংবাদিকদের ভাতা প্রদানের পাশাপাশি আর্থিক সহায়তা প্রদানের বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। এছাড়াও সাংবাদিক পরিবারের সন্তানদের জন্য শিক্ষা বৃত্তি দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে বলেও জানান তিনি। (৩০ অক্টোবর) দুপুরে প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশের (পিআইবি) অডিটোরিয়ামে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ২০২৪-২৫ অর্থবছরের অনুদান চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রথম পর্যায়ের অনুষ্ঠানে ৩৫০ সাংবাদিকের হাতে অনুদান চেক তুলে দেওয়া হয়।

নাহিদ ইসলাম বলেছেন, আমরা অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য ভাতা প্রদান বা আর্থিক সহায়তা প্রদানের জন্যও চিন্তাভাবনা করছি। আমরা দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে আপনাদের সিদ্ধান্ত জানাবো। উপদেষ্টা বলেন, মিডিয়াতে ফ্যাসিস্ট সরকারের অনেক নিয়মকানুন ছিলো। এখন এই দেশে কোনো ফ্যাসিস্ট সরকার নেই তাই ধীরে ধীরে সেই নিয়মগুলো বাতিলের চেষ্টা করা হচ্ছে। ইতোমধ্যেই সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিলের বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেছে। আমরা কোনো গণমাধ্যমের উপর হস্তক্ষেপ করতে চাই না। তবে আমাদের উদ্বেগগুলো আপনাদেরকে জানাচ্ছি। জনগণের দাবিগুলো আপনাদের সামনে জানাচ্ছি।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে নিহত ও আহত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর কাজ করছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। আমরা সরকারের পক্ষ থেকে তাদের জন্য সম্মাননা জানাবো। অনুষ্ঠানে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ভাই-চেয়ারম্যান মাহবুবা ফারজানা, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) ফারুক ওয়াসিফ, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা নিজামুল কবীর, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ১:০১ অপরাহ্ণ | বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com