আজ, শনিবার


২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

মুলাদীতে জামায়াতে ইসলামীর গণসমাবেশ অনুষ্ঠিত

সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
মুলাদীতে জামায়াতে ইসলামীর গণসমাবেশ অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....

মুলাদী প্রতিনিধিঃ বরিশালের মুলাদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে গতকাল ২৮ অক্টোবর সোমবার বিকেল ৩টায় মুলাদী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আওয়ামী লীগ ফ্যাসিস্টদের লগি বৈঠার তান্ডবের প্রতিবাদে
গণসমাবেশ অনুষ্টিত হয়। ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী ফ্যাসিস্টদের লীগ লগি-বৈঠার তান্ডবে প্রকাশ্যে রাজপথে মানুষকে হত্যা করেছে, হত্যা করেছে গণতন্ত্রকে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মুলাদী উপজেলা আমীর মাওলানা মোঃ
আবু ছালেহ-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা সহকারী সেক্রেটারী অধ্যাপক মাওলানা সাইয়েদ আহমদ খান। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা শূরা ও কর্ম পরিষদ সদস্য এ্যাডভোকেট জহির উদ্দীন ইয়ামিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মুলাদী উপজেলা সেক্রেটারী মাওলানা মোঃ আব্দুল মালেক,
বাংলাদেশ জামায়াতে ইসলামী মুলাদী উপজেলা সহকারী সেক্রেটারী মাওলানা মোঃ আব্দুল মোতালেব। মুলাদী পৌরসভার আমির মাওলানা ডাঃ মোঃ মোর্শেদ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা অফিস
সম্পাদক মাওঃ মোঃ মাইন উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সফিপুর ইউনিয়ন আমীর হাফেজ আবুল ফজল, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাটামারা ইউনিয়ন আমির জহিরুল ইসলাম ও বাংলাদেশ জামায়াতে ইসলামী গাছুয়া ইউনিয়নের সভাপতি প্রভাষক দিদারুল আহসান প্রমুখ। প্রধান অতিথি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি- বৈঠার তাণ্ডব ও পৈশাচিক হত্যাকাণ্ড ও গণতন্ত্রকে হত্যা করার মাধ্যমে তারা যেই হত্যা-লুণ্ঠন, নির্যাতন-নিপীড়ন, মামলা-হামলা, ব্যাংক লুট, বিডিআর হত্যাকাণ্ড, গণমাধ্যম বন্ধ করে দেয়া, বিচার বিভাগকে দলীয়করণ করা তার প্রতিবাদ স্বরূপ ৫ আগস্ট সৃষ্টি হয়েছে।
এ দেশের ছাত্র-জনতার এক অবিস্মরণীয় গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে খুনি হাসিনার পতন হয়েছে। এই বাংলাদেশকে আর কোনোদিন সেই খুনি- লুটেরাদের কবলে পড়তে দেয়া যাবে না। ইনশাআল্লাহ এই বাংলার মাটিতেই ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডসহ সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে। সমাবেশ শেষে আলোকচিত্র প্রদর্শনী করা হয়। এ সমাবেশে উপজেলার হাজার হাজার কর্মী ও জনতা অংশগ্রহণ করেছিল। বিশাল ঈদগাহ ময়দান ও চারিদিক ছিল কানায় কানায় পূর্ণ।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৩৮ অপরাহ্ণ | সোমবার, ২৮ অক্টোবর ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com