মুলাদী (বরিশাল) প্রতিনিধি:
মুলাদীতে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও সাংবাদিক এবং বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবনিযুক্ত বরিশাল জেলা প্রশাসক ও পুলিশ সুপার। আজ শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা করা হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দিন।
প্রধান অতিথি ছিলেন, বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, বরিশাল পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) পরাগ সাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইয়েদুর রহমান, নবনিযুক্ত মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম, পল্লী বিদ্যুতের উপ মহা ব্যবস্থাপক প্রকৌশলী মহসিন কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহারিন আফরোজ, উপজেলা প্রকৌশলী মো. তানজিলুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক শরীয়ত উল্লাহ, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ুন, সদস্য সচিব কাজী কামাল হোসেন, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুস ছত্তার খান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. আবু সালেহ, মুলাদী সরকারি মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন, মুলাদী প্রেসক্লাবের সহসভাপতি নজিবুর রহমান ভূইয়া কামাল, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুর রহমান টিটু, পৌর যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম ঢালী, সদস্য সচিব শাওন হাওলাদারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
Posted ৩:১২ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta