মুলাদী প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে ছাত্র-জনতাকে হত্যার প্রতিবাদে এবং গণহত্যার অপরাধে শেখ হাসিনার বিচার দাবিতে মুলাদীতে সমাবেশ করেছেন উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
গতকাল শনিবার বিকেল ৪টায় মুলাদী কেন্দ্রিয় ঈদগাহে এ সমাবেশ করা হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক শরীয়ত উল্লাহ। এতে প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রিয় ভাইস চেয়ারম্যান ও সুপ্রীম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
বিশেষ অতিথি ছিলেন, বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মো. শহীদ উল্লাহ, সদস্য সচিব মো. মিজানুর রহমান মুকুল। উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী কামাল হোসেনের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন, সুপ্রীম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ইউনুস আলী রবি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ুন, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মুনিরুজ্জামান, সাবেক এমপি মোশাররফ হোসেন মঙ্গুর মেয়ে ডা. জাহানারা লাইজু, পৌর বিএনপির আহ্বায়ক এনামুল হক ইনু, সদস্য সচিব মিজানুর রহমান হাওলাদার, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান সাবু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু সালেহ, হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব দেওয়ান মনির হোসেন, মুলাদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন মোল্লা, সদস্য সচিব আবু জাহিদ মোল্লা, উপজেলা যুবদল আহ্বায়ক মিজানুর রহমান হাওলাদার, সদস্য সচিব আরিফুর রহমান টিটু, পৌর যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম ঢালী, সদস্য সচিব সফিকুল ইসলাম শাওন, উপজেলা মহিলা দল যুগ্ম আহ্বায়ক শায়লা শারমিন মিম্মু, মুলাদী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুছ হাওলাদার, উপজেলা ছাত্রদল আহ্বায়ক মহিউদ্দিন ঢালী, সদস্য সচিব জুলফিকার আহমেদ বিল্লাল, যুগ্ম আহ্বায়ক হেমায়েত হাওলাদার, মুলাদী সরকারি কলেজ ছাত্রদল আহ্বায়ক ইলিয়াস খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছাজেন মাহমুদ প্লাবনসহ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, বিশ্বের কোথাও ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে গুলি করে হত্যার নজির নেই। তাই গণহত্যার অপরাধে অবশ্যই শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে। তিনির আরও বলেন, সন্ত্রাস ও চাদাবাজদের বিএনপিতে স্থান নেই। কেউ চাঁদাবাজী করলে তাকে দল থেকে বহিস্কারসহ আইনের হাতে তুলে দেওয়া হবে।
Posted ১:৪৩ অপরাহ্ণ | শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta