মুলাদী প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনে মুলাদীতে পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় মুলাদী পৌরসভা চত্বরে উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আযোজনে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভা, কেক কাকা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আফজাল হোসেনের সভাপতিত্বে ও পৌর যুগ্ন-আহবায়ক সেন্টু হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বরিশাল উত্তর জেলা বিএনপির ১নং সদস্য, মুলাদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আঃ ছত্তার খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আঃ রব খান। বিশেষ বক্তা ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন-আহবায়ক নজরুল ইসলাম হাওলাদার।
বিশেষ অতিথি ছিলেন, মুলাদী উপজেলা বিএনপির সাবেক যুগ্ন-সম্পাদক আবিদুর রহমান শরীফ, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আল মামুন, সাংগঠনিক সম্পাদক মনজুর হোসেন হাওলাদার, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন হাওলাদার, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আক্তার আকন, রাজ্জাক চৌকিদার, উপজেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম মল্লিক, পৌরসভা কৃষকদলের সভাপতি আল আমিন রাড়ী, বিএনপি নেতা সেলিম আহম্মেদ দুলাল মল্লিক। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকদল যুগ্ন-আহবায়ক জসিম তালুকদার, তারেক মনোয়ার, কাজী শাহাবুদ্দিন সাবু, লেলিন সরদার, লিটন হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা নজরুল সিকদার, পৌরসভা যুগ্ন-আহবায়ক মিরাজ মুন্সি, রাকিব হাওলাদার, রাসেল হাওলাদার, শাহাজালাল খান, রুমন খান, সাইফুল সিকদার, উপজেলা মৎসদল সভাপতি কালাম মাঝী, পৌর মৎসদল সাধারণ সম্পাদক ইব্রাহীম মোল্লা, পৌর ছাত্রদল সদস্য সচিব কবির হোসেন মোল্লা, পৌর তাতী দলের সাবেক সাধারন সম্পাদক গোলাম মোস্তফা মল্লিক, কলেজ ছাত্রদল সদস্য সচিব রেজা হাওলাদার, সিনিয়র যুগ্ন-আহবায়ক রিফাত মল্লিক, বরিশাল জেলা জিসাস সভাপতি কবির হোসেন ঢালী, ওয়ার্ড ছাত্রদল সভাপতি জুবায়ের হোসেন রাড়ী সহ স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ।
Posted ৪:৫৭ পূর্বাহ্ণ | বুধবার, ২১ আগস্ট ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta