ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল) : বরিশাল জেলা মুলাদী ফেয়ার ক্লিনিকের পরিচালক ও ঢাকা মোহাম্মদপুর আলহাজ্ব মকবুল হোসেন কলেজের ফিন্যান্স এবং ব্যাংকিং বিভাগের প্রভাষক ও চেয়ারম্যান আবু সালেহ মোঃ ইখতিয়ার (অলী) রাড়ীকে গত ২৩ জুলাই আনুমানিক রাত ১ ঘটিকায় তার নিজ বাসা মোহাম্মদপুর (চাঁদউদ্দ্যান) থেকে সাদা পোশাকধারী ৫/৬জন লোক ডিবি পরিচয়ে বাসা থেকে তুলে নিয়ে যায়। সাথে সাথে পার্শ্ববর্তী থানায় যোগাযোগ করলে তার কোন সন্ধান মেলেনী। তার কয়েক ঘন্টা পরে মোহাম্মদপুর থানায় তার সন্ধান পাওয়া যায়। ২৪ ও ২৫ জুলাই থানায় আটক করে রাখার পর ২৬ জুলাই শুক্রবার জেল হাজতে প্রেরণ করা হয়। ৬ আগস্ট রাত ১১ঃ৩০ মিনিটের দিকে তাকে বিনাশর্তে মুক্তি দেওয়া হয়।
মুক্তির পর তিনি গত ১৬ আগস্ট শুক্রবার বিকেল ৪টায় নিজ বাড়ি মুলাদী উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামে দেখা করতে আসলে মিরগঞ্জ ফেরিঘাট থেকে এলাকার জনগণ শতশত মটর সাইকেল দিয়ে তাকে মটর শোভাযাত্রা ও সংবর্ধনা দেয়া হয়।
তিনি বলেন, এই সরকার এক স্বৈরাচারী সরকার ছিলেন, তিনি তার পুলিশ বাহিনী দিয়ে নিরিহ মানুষদের মিথ্যা অভিযোগ দিয়ে গ্রেফতার করে নির্যাতন চালাতেন, আমার কোন অপরাধ ছিলো না আমি নির্দোষ। মানুষের বাকস্বাধীনতা হরণ করেছে। আজ আমরা স্বাধীন। আমরা হিন্দু, বৌদ্ধ, খৃষ্টানসহ সবাইকে নিয়ে শান্তিপূর্ণ বসবাস করবো। কাহারো প্রতি আমাদের কোন হিংসা বিদ্দেশ থাকবে না।
Posted ২:১৭ অপরাহ্ণ | রবিবার, ১৮ আগস্ট ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta