মুলাদী প্রতিনিধি : বরিশালের মুলাদী উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মুলাদী সরকারী কলেজের দেয়াল পরিস্কার, ক্যালিগ্রাফি ও বাজার মনিটরিং এমনকি রাত জেগে মন্দির পাহাড়ার কাজ চালিয়ে যাচ্ছে। মুলাদী সরকারী কলেজের সামনের দেয়ালে কলেজ শিক্ষার্থীদের নরম হাতের ছোঁয়ায় শুরু হয়েছে চিত্রাঙ্কন। অপরিচ্ছন্ন দেয়ালগুলো পানি দিয়ে ঘষে পরিস্কার করে রঙ করে রঙতুলির আঁচড়ে ক্যালিগ্রাফি, ভ্রাতৃত্ব ও দেশপ্রেমের বার্তা লিখছে। বাহারি রঙের তুলির আঁচড়ে ফুটে উঠছে নানারকম চিত্র। তা দেখে মুগ্ধ হচ্ছে পথচারীসহ সাধারণ মানুষ।
দেখা গেছে শিক্ষার্থী ছেলে মেয়েরা রোদ বৃষ্টি মাথায় নিয়ে দেয়ালে দেয়ালে চিত্রাঙ্কন করছে। চিত্রাঙ্কনে ব্যস্ত সময় পার করা কলেজের প্রভাত, দিপু, রাকিব, আফরিন, ফাহমিদ, তানিশা, ইমা, মিম, ইরাম, সাবিক, নাফিয়া ও তামান্না বলেন তারা দেয়ালে রঙ মেখে দেশের মানচিত্র, নদীনালা ও বিভিন্ন উপদেশ ও শিক্ষামূলক বাণী লিখার প্রস্তুতি নিয়েছে।
আফরিন বলেন, আমরা দেশের মানুষকে স্পষ্ট বার্তা দিতে চাই। বাংলাদেশ সবার; এখানে স্বৈরাচারের ঠাঁই নেই। ছাত্রসমাজ একতাবদ্ধ হয়েছে সব অনিয়মের বিরুদ্ধে। আসুন আমরা একসাথে দেশ গড়ি, দেশটাকে নতুন করে সাজাই।
Posted ২:৩০ পূর্বাহ্ণ | রবিবার, ১৮ আগস্ট ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta