আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরনে বরিশালের আগৈলঝাড়ায় চিত্রাংকন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে উপজেলার সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দেয়ালে চিত্রাংকন কর্মসূচি পালন করা হয়। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির সাথে অংশগ্রহণ করে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ। চিত্রাংকন চলাকালে অনেক অভিভাবক ও সাধারন মানুষকে উপস্থিত থাকতে দেখা গেছে। এদিকে চিত্রাংকনে অংশগ্রহণ করতে পেরে খুশি অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রিফাত হোসেন, হিমেল তালুকদার, রাব্বি ইসলাম, নিকোলাস হিরা, নাজমুল ইসলাম জনি, ইমদাদু ইসলাম রাজু, হৃদয় কর্মকার, ফয়সাল হাওলাদার, আশা মনি, লামিয়া আফরোজ, নুসরাত জাহান, মুতাসির আহম্মেদ, সোলাইমান শাওন, চিন্ময় কর্মকার, সাখাওয়াত সজিব, শুভ কর্মকার, রুবায়েত হোসেন ও মুন্তাসির আহম্মেদ প্রমুখ।
Posted ৫:১৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta