মুলাদী প্রতিনিধি : মুলাদীর কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে বৃদ্ধকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন। হাসপাতালে ভর্তি আহত সুত্রে জানাগেছে, গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামের মৃত আজাহার সরদারের পুত্র কৃষক মন্টু সরদার তার ভোগদখলীয় সম্পত্তিতে ধান রোপন করেত গিয়ে দেখেন সেখানে জোর পূর্বক ধান রোপন করছেন স্থানীয় মৃত রশিদ ওরফে হিরা সরদারের পুত্র সাইদুল সরদার, সাইদুল সরদারের পুত্র সোহাগ সরদার, সাইদুল সরদারের স্ত্রী পারভীন।
এসময় অসহায় কৃষক মন্টু সরদার ধান রোপন করতে বাধা দিতে গেলে তাকে সেখানেই বেধরক মারপিঠ করে সাইদুল সরদার ও তার লোকজন। মন্টু সরদারের ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। এঘটনায় মামালার প্রস্তুতি নিচ্ছেন মন্টু সরদারের পরিবার।
Posted ৪:৪১ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ আগস্ট ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta