অপু হাসান, ভোলা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম এর ভোলার লালমোহনে তার নির্বাচনী এলাকায় আগমন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লালমোহন পৌরসভা ও সরকারি শাহবাজপুর কলেজ শাখার বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট ( সোমবার) সকালে মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম এর বাসভবনের সামনে থেকে শান্তিপূর্ণ মিছিল শুরু হয়ে বিএনপির অফিসের সামনে সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন লালমোহন পৌরসভা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রিজভী আহমেদ শাকিল, যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন ইলিয়াস, যুগ্ম আহ্বায়ক মো.নয়ন, সরকারি শাহবাজপুর কলেজ ছাত্রদলের আহবায়ক মো. জুবায়ের বকসী প্রমুখ। বক্তব্যে বক্তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন এবং আহতদের সুস্থতা কামনা করে ছাত্র সমাজের যে কোন যৌক্তিক অধিকার বিষয়ক আন্দোলনে বরাবরের মতো এগিয়ে আসার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।