আজ, বৃহস্পতিবার


১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

লালমোহনে বিএনপির উদ্যোগে প্রতিবাদ সভা

মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪
লালমোহনে বিএনপির উদ্যোগে প্রতিবাদ সভা
সংবাদটি শেয়ার করুন....
অপু হাসান, ভোলা প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলায় স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের অত্যাচার, নির্যাতন, গুম, খুন ও নৈরাজ্যের প্রতিবাদে ‘প্রতিবাদ সভা’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা এবং পৌরসভা বিএনপির আয়োজনে পৌরশহরের হাফিজ উদ্দিন অ্যাভিনিউতে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে বিশেষ দোয়া করা হয়।
অপরদিকে ঢাকায় আন্দোলনে লালমোহনের নিহতদের পরিবারকে আর্থিক সহায়তাও প্রদান করা হয়। এরআগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিলে মিছিলে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সভাস্থলে এসে সমবেত হন। নেতাকর্মীদের পদচারণায় এ সময় জনসমুদ্রে পরিণত হয় সভাস্থল।
লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহরুখ হাফিজ ডিকোর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিনাভোটে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশের সম্পদ বিদেশে  পাচার করেছে। দেশের বিচার ব্যবস্থা ধ্বংস করেছে। ক্ষমতায় থেকে স্বৈরাচার আওয়ামী লীগ সকল সীমা অতিক্রম করেছিল। সীমা লঙ্ঘণের কারণেই আওয়ামী লীগ আজ বিপদে, দেশ ছেড়ে পালাতে হয়েছে শেখ হাসিনাকে। বাংলাদেশের জনগণ স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনে এখন খুশি।
লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক আহমদ খান, ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, লালমোহন পৌরসভা বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া ঝান্টুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
advertisement

Posted ১২:৩৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com