মুলাদী প্রতিনিধি : মুলাদীতে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. জহির উদ্দিন খসরুকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত ৮ জুন বিকেলে চরকালেখান আদর্শ কলেজের গভর্নিং বডির সদস্যরা তাকে ফুলেল সংবর্ধনা দেন।
এসময় উপস্থিত ছিলেন, চরকালেখান আদর্শ কলেজের অধ্যক্ষ মো. কবির হোসেন খান, গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মো. নাসির উদ্দীন ব্যাপারী, প্রতিষ্ঠাতা সদস্য মো. সিদ্দিকুর রহমান তালুকদার, চরকালেখান নেছারিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা জিএম রফিকুল ইসলাম, চরকালেখান ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক টি এম নাহিদ হোসেন দিদার, চরকালেখান আদর্শ কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্য দুলাল সিকদার, সাইফুল ইসলাম রুস্তুম, চরকালেখান ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুর রব আকন প্রমুখ।
উল্লেখ্য গত ৮ জুন চরকালেখান আদর্শ কলেজের উপাধ্যক্ষ পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কলেজ গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় ৪ জন সহকারী অধ্যাপক অংশ নেন। তাঁদের মধ্যে আরিফ মাহমুদ কলেজের সহকারী অধ্যাপক মো. জহিরুল ইসলাম প্রথম স্থান অর্জন করে উপাধ্যক্ষ পদে নিয়োগের জন্য নির্বাচিত হন। নিয়োগ পরীক্ষা শেষে উপজেলা চেয়ারম্যান মো. জহির উদ্দিন খসরু কলেজের অধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
Posted ৬:০৫ পূর্বাহ্ণ | সোমবার, ১০ জুন ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta