আজ, রবিবার


৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

লালমোহনে দুদকের উদ্যোগে চুড়ান্ত পর্বের বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন 

বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
লালমোহনে দুদকের উদ্যোগে চুড়ান্ত পর্বের বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন 
সংবাদটি শেয়ার করুন....
অপু হাসান,  ভোলা প্রতিনিধি:
গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে, দুর্নীতি দমন কমিশনের সহায়তায় ভোলার লালমোহনে তিন পর্বের বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব  সম্পন্ন হয়েছে। লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বৃহস্পতিবার সকালে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই চুড়ান্ত বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়। চুড়ান্ত পর্বে বিতর্কের বিষয় ছিল- বর্তমান পেক্ষাপটে ছাত্ররাজনীতি সুশিক্ষা গ্রহণের অন্তরায়। এতে পক্ষে অংশগ্রহণ করে- লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বিপক্ষে- দ্বীপ শিখা মাধ্যমিক শিক্ষালয়। এতে বিজয়ী হয় লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়। চুড়ান্ত পর্বে বিজয়ীদল ভোলা জেলায় আগামী ২৬ মে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা  কানিজ মার্জিয়া, করিমুননেছা-হাফিজ মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল মিজানুর রহমান লিপু, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুর রব মাস্টার, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দুলাল, সদস্য মো. জিয়াদ ও মো. আরিফ হাওলাদার, লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলরুবা জাহান আরজু, দ্বীপ শিখা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউসুফ হামজা রুবেলসহ আরো অনেকে। উল্লেখ্য,  গত শনিবার (১৮মে) লালমোহন উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠান ১ম পর্বে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ১ম পর্বের বিজয়ী ৪টি প্রতিষ্ঠান ২য় পর্বে সোমবার (২০মে) অংশগ্রহণ করে। ২য় পর্বে বিজয়ী দুইটি প্রতিষ্ঠান চুড়ান্ত পর্বে ব্হস্পতিবার (২৩মে) অংশগ্রহণ করে। প্রতি পর্বে ৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ী দল ও রানার্স আপ দলকে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।
Facebook Comments Box
advertisement

Posted ২:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com