আজ, বৃহস্পতিবার


৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হোসেনপুর থানা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং

শনিবার, ৩০ মার্চ ২০২৪
হোসেনপুর থানা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং
সংবাদটি শেয়ার করুন....
আফজালুর রহমান উজ্জ্বল, কিশোরগঞ্জ  : পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর কে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুর থানা প্রশাসনের উদ্যোগে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার উদ্দেশ্যে সতর্কতামূলক কর্মসূচির অংশ হিসেবে বাজার মনিটরিং সম্পন্ন করা হয়েছে। শনিবার (৩০শে মার্চ) দুপুরে দ্রব্যমূল্যের মুল্যবৃদ্ধি প্রতিরোধে ব্যবসায়ীদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার উদ্দেশ্যে হোসেনপুর থানা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নেয়া হয়েছে। এসময় মাছ বাজার, মাংসের দোকান,ফলের দোকান, মিষ্টির দোকান, চাল চিনি, কাপড়ের দোকান, মুদি দোকান ইত্যাদি পরিদর্শন করা হয়। এসময় উপস্থিত ছিলেন,হোসেনপুর থানার অফিসার ইনচার্জ নাহিদ হাসান সুমন, ইন্সপেক্টর তদন্ত জনাব মোঃ টুটুল উদ্দিন সহ অন্যান্য অফিসার ও ফোর্সগন। এ ব্যাপারে হোসেনপুর থানা অফিসার ইনচার্জ নাহিদ হাসান সুমন গনমাধ্যম কে জানান, রমজান মাসে যাতে কিছু অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও অস্থিতিশীল করতে না পারে এবং দ্রব্যমূল্যের মুল্যবৃদ্ধি প্রতিরোধে ব্যবসায়ীদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার উদ্দেশ্যে থানা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরো জানান, ক্রেতা সাধারণের স্বার্থে রমজান ও ঈদুল ফিতরে বাজারে প্রশাসনিক অভিযান অব্যাহত রাখা হবে।
Facebook Comments Box
advertisement

Posted ২:১৪ অপরাহ্ণ | শনিবার, ৩০ মার্চ ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com