এম নয়ন,ভোলা দক্ষিণ প্রতিনিধি: পাকিস্তানের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে মুক্তিকামী বাঙালির আন্দোলন কঠোরহস্তে দমনের জন্য একাত্তরের ২৫ মার্চ রাতে যে নারকীয় হত্যাযজ্ঞের সূচনা করেছিল পাকিস্তানি বাহিনী, ভয়াবহ সেই নৃশংসতায় শহীদদের স্মরণে ভোলা তজুমদ্দিন উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হয়েছে গণহত্যা দিবস। উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন, আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোশারেফ হোসেন দুলাল উপজেলা চেয়ারম্যান, আলহাজ্ব মহিউদ্দিন পোদ্দার উপজেলা ভাইস চেয়ারম্যান সহ প্রমুখ এম নয়ন।