আজ, মঙ্গলবার


১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীপুরে শিক্ষক পরিবারের ওপর হামলা ও জমি দখলের অভিযোগ

সোমবার, ২৫ মার্চ ২০২৪
শ্রীপুরে শিক্ষক পরিবারের ওপর হামলা ও জমি দখলের অভিযোগ
সংবাদটি শেয়ার করুন....

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুুরে শ্রীপুরে এক শিক্ষক পরিবারকে মারধর করে জমি দখলের অভিযোগ ওঠেছে । গত শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবারের পক্ষে নাজমুল ইসলাম নাজিম বাদী হয়ে মানিক মিয়া (৩০), বাবুল মিয়া (২৭), মো. আকরাম (২৫), মো. জামান (১৯) সহ অজ্ঞাত ৪/৫ জনকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগকারী নাজমুল ইসলাম নাজিম বলেন, গত শুক্রবার বিবাদীগণ ভাড়াটে মাস্তান বাহিনী নিয়ে দেশীয় অস্ত্রসহ আমাদের জমিতে জোরপূর্বক ভাবে দখলের চেষ্টা চালায়। বিবাদীগণ বেশ কিছুদিন যাবৎ আমাদের জমি দখলে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। গত শুক্রবার আমাদের জমি দখলের চেষ্টাকালে আমরা বাধা দিতেগেলে আমাদের পরিবারের সদস্যদের মারধর করে। এসময় আমার চাচাতো ভাই তন্ময়(১৮)সহ আমরা পরিবারের সদস্যগণ আঘাত প্রাপ্ত হয়ে জাতীয় জরুরী সেবা নং ৯৯৯ এ কল দিয়ে পুলিশের সহযোগিতা নেই। এসময় আমাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন এসে আমাদের রক্ষা করেন। এ বিষয়ে বিবাদী পক্ষে আব্দুর রাজ্জাক বলেন , এ জমি আমাদের মৌখিক এওয়াজকৃত সে মোতাবেক আমরা দখলে নেওয়ার চেষ্টা করেছি। শ্রীপুর থানার উপ-পুলিশ পরিদর্শক এসআই মামুন জানান, শিক্ষক পরিবারকে মারধরের লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্হলে গিয়ে পরিদর্শন করেছি। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৩৮ পূর্বাহ্ণ | সোমবার, ২৫ মার্চ ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com