আফজালুর রহমান উজ্জ্বল, কিশোরগঞ্জ : হোসেনপুর থানা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার বিকাল ৩ টায় থানা হল রুমে আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা জোরদারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যাংক, বীমা, এনজিও, বিকাশ এজেন্ট ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হোসেনপুর কটিয়াদি থানার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার। স্বাগত বক্তব্য রাখেন হোসেনপুর থানার পরিদর্শক ( তদন্ত)মো.টুটুল উদ্দিন। মতবিনিময় করেন ইসলামি ব্যাংকের ব্যবস্থাপক মো, নাজমুল হক,কৃষি ব্যাংকের ব্যবস্থাপক মো. মোহাইমিনুল ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম, অগ্রণী ব্যাংক হোসেনপুর শাখার সিনিয়র অফিসার মো.আনোয়ার হক, গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক সিনিয়র প্রিন্সিপাল অফিসার কবির হোসেন আকন্দ প্রমুখ।
অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার দিকনির্দেশনা মূলক বক্তব্যে আর্থিক প্রতিষ্ঠানের প্রধানদের নিরাপত্তা বিষয়ে ঈদে নিজস্ব পাহারা, প্রতিষ্ঠান সমূহ আলোকিত রাখা, সিসিটিভি ক্যামেরা সচল রাখাসহ নানাবিধ পরামর্শ প্রদান করেন।