আজ, শনিবার


২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

পিকআপের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নারীর মৃত্যু

বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
পিকআপের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নারীর মৃত্যু
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর গাবতলি-দ্বীপনগর সড়কে বেপরোয়া গতির পিকআপের ধাক্কায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে কর্মরত এক নারী পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। ঘটনার পর প্রায় দের হাজার পরিচ্ছন্নতাকর্মী ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। ফলে রাস্তার উভয় পাশে গাড়ির দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। থমকে আছে যানচলাচল।

বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে গাবতলি বাস টার্মিনালের প্রায় ১৫০ মিটার দক্ষিণে এ ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর ডিভিশনের দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ এ তথ্য নিশ্চিত করেন। নিহত পরিচ্ছন্নতাকর্মী আমেনা বেগম (৪৫)। তার স্বামীর মো. আবদুল করিম। নিহতের বাসা দক্ষিণ বাড্ডা হলেও কর্মসূত্রে সিটি করপোরেশন নতুন মহল্লার ৪ নম্বর গলির একটি বাসায় বসবাস করতেন বলে জানা গেছে। মফিজুর রহমান পলাশ বলেন, বৃহস্পতিবার ভোরে পরিচ্ছন্নতাকর্মী আমেনা বেগম দায়িত্ব পালনের উদ্দেশ্যে গাবতলি-দ্বিপনগর মোহাম্মদপুর সড়কের ঢাল বেয়ে সড়কের ওপরে উঠতে গেলে বেপরোয়া গতির মাটিভর্তি একটি পিক-আপ ঢাকা-আরিচা মহাসড়কের দিকে যাচ্ছিল। খানাখন্দে ভরা নির্মাণাধীন কাটা সড়কে বেপরোয়া গতিতে চলতে থাকা পিক-আপটি কিছুটা সামনেই গভীর কাটা গর্ত দেখে চালক হতবুদ্ধি হয়ে ডানদিকের ফুটপাতের দিকে গাড়ি চালিয়ে দিলে তা রাস্তায় উঠতে থাকা আমেনা বেগমকে সজোরে ধাক্কা দেয়। এতে ওই নারী পরিচ্ছন্নতাকর্মী প্রায় ১০০ ফুট দূরে উড়িয়ে গিয়ে নিচের খাদে সজোরে আছড়ে পড়ে। ফলে ঘটনাস্থলেই আমেনা বেগমের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, দুর্ঘটনার পরপরই ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রায় ১ হাজার ৫০০ পরিচ্ছন্নতাকর্মী ঢাকা-আরিচা মহাসড়কে বসে অবরোধ সৃষ্টি করেন। এতে সকাল থেকে রাস্তার উভয় পাশে গাড়ির দীর্ঘ জট সৃষ্টি হয়।

ঘটনাস্থলে মিরপুর ডিভিশনের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখলেও আন্দোলনকারী পরিচ্ছন্নতাকর্মীরা তাদের ঝুঁকিভাতা সহ দাবীদাওয়া মেনে নেওয়ার ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন। ফলে অপ্রতিকার ঘটনা এড়াতে ঘটনাস্থল গাবতলি তিন রাস্তায় অতিরিক্ত দু প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়।তবে বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও রাস্তার উভয় পাশে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com