আজ, মঙ্গলবার


১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

কালীগঞ্জে এমপি’র ছবি ভাংচুরের ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত 

বুধবার, ১৩ মার্চ ২০২৪
কালীগঞ্জে এমপি’র ছবি ভাংচুরের ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত 
সংবাদটি শেয়ার করুন....
মোঃ রায়হান মাহামুদ: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের স্থাপিত গাজীপুর-৫ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আখতারউজ্জামান এর ছবি ভাংচুরের ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠি হয়েছে।
বুধবার (১৩ মার্চ) সকালে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভা গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির আহমেদ ও কালীগঞ্জ পৌর যুবলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর মো. বাদল হোসেন ভূইয়ার যৌথ সঞ্চালনায় ও  উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আশরাফী মেহেদী হাসান, বীর মুক্তিযোদ্বা আলহাজ্ব মো. রেজাউল করিম ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন খান রিপন, জেলা পরিষদের সাবেক সদস্য তাসলিমা রহমান লাভলী, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান আখন্দ ফারুক, মোক্তারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শরীফুল ইসলাম তোরন, নাগরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট মো. সিরাজ মোড়ল, জামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কালীগঞ্জ পৌরসভার কাউন্সিলর আফসার হোসেন, পৌর যুবলীগের উপদেষ্টা মো. ইব্রাহিম খন্দকার, সাবেক কাউন্সিলর আহমেদুল করিব, সাবেক যুবলীগ নেতা এস এম ইকবাল হোসেন, পৌর যুবলীগের দপ্তর সম্পাদক মো. আশরাফুল হক শিশির, পৌর আওয়ামী লীগের সদস্য বাবু বাগমারসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শত শত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
advertisement

Posted ১০:২৩ পূর্বাহ্ণ | বুধবার, ১৩ মার্চ ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com