ঢাকাসোমবার , ৮ জুন ২০২০
আজকের সর্বশেষ সবখবর

প্রবল সংক্রমিত এলাকায় পদক্ষেপ নেবে সরকার: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
জুন ৮, ২০২০ ১০:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

গণবার্তা ডেস্ক ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন প্রবল সংক্রমিত এলাকা চিহ্নিত করে সরকার শিগগিরই কিছু পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে। তিনি জনগণকে ধৈর্য্যের সঙ্গে সরকারি সিদ্ধান্ত কঠোরভাবে পালনের আহ্বান জানান।

সোমবার (৮ জুন) রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবন থেকে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলে, দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি অস্থিতিশীল। এ অবস্থায় শেখ হাসিনার সরকার জনস্বার্থ ও জনস্বাস্থ্য রক্ষায় কিছু পদক্ষেপ নিয়েছে এবং নিতে যাচ্ছে। প্রবল সংক্রমিত এলাকা চিহ্নিত করে শিগগিরই কিছু পদক্ষেপ গ্রহণ করা হবে।

‘আমি জনগণকে ধৈর্য্যের সঙ্গে সরকারি সিদ্ধান্ত কঠোরভাবে পালনের আহ্বান জানাচ্ছি। আর উদাসীনতা নয়, ক্ষণিকের অবহেলা পরিস্থিতিকে ভয়াবহ করে তুলছে। এখন থেকে সাবধান না হলে আগামী দিনগুলো আরো ভয়ঙ্কর হতে পারে।’

করোনা ও অন্যান্য রোগীদের প্রতি সহনুভূতিশীল হতে হাসপাতালের কর্মরতদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আপনারা করোনা যোদ্ধা। করোনা ও অন্যান্য রোগীদের প্রতি মানবিক হবেন। ইতিমধ্যে চিকিৎসা না পেয়ে হাসপাতাল ঘুরে ঘুরে মৃত্যুবরণের মতো ঘটনা ঘটেছে। তাই আপনারা মানবিক আচরণ করবেন। সহানুভূতিশীল হবেন এটাই আশা করি।’

করোনা মোকাবিলায় সরকারের সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা এই সংকট মোকাবিলা করে চিরচেনা সজীবতায় ফিরে আসবো ইনশাল্লাহ এবং সংকটের মেঘ অচিরেই কেটে যাবে সবার সম্মিলিত সমন্বিত প্রচেষ্টায়।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।